১। নতুন ভোটার অর্ন্তভূক্তি। (০১/০১/২০০০ইং সালের পূর্বে যাদের জন্ম তারিখ শুধুমাত্র তারাই ভোটার হতে পারবে)
২। ভোটার স্থানান্তর। (জাতীয় পরিচয়পেত্র অন্য এলাকার ভোটার কিন্তু বসবাস করে নিজস্থানে সেক্ষেত্রে ভোটার স্থানান্তর করতে পারবে)
৩। হারানো / নষ্ট / স্থানান্তরকৃত ভোটারের নতুন কার্ড প্রাপ্তি। (জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা স্থানান্তরকৃত ভোটারের কার্ড নিতে হলে আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিচয় পত্র পাবে)
৪। জাতীয় পরিচয় পত্র সংশোধন।
বিঃদ্রঃ সকল তথ্য অফিস হতে পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস